২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের গুজবে ঘি ঢালেন প্রীতি

অবশেষে বিয়ের গুজবে ঘি ঢালেন খোদ বলিউড সুন্দরি অভিনেত্রী প্রীতি জিন্তা। বলিউডে এখন ভেসে বেড়াচ্ছে অনেকগুলো বিচ্ছেদের খবর ।  তারমধ্যেই শোনা গিয়েছিল ভ্যালেন্টাইন সপ্তাহেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী প্রীতি জিন্তা।  তাঁর বর্তমান প্রেমিক জেন গুডএনাফকে। তবে এই ধরণের খবরে ক্ষিপ্ত প্রীতি বলেছেন আমাকে আপনারা দয়া করে একা থাকতে দিন। 

এর আগে জানা গিয়েছিল ১২ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিয়ে করছেন প্রীতি। এই খবর নিয়ে বিনোদন ট্যাবলয়েডগুলো বেশ জল্পনা-কল্পনা শুরু করেছিল। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বিরক্ত প্রীতি টুইট করেন, আমার বিয়ে সম্পর্কিত ঘোষণা দয়া করে আমার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হলে ভাল হয়। কারণ এটা আমার জীবন। আমি যতক্ষণ না এ সম্পর্কে কিছু ঘোষণা করছি ততদিন দয়া করে আমাকে একলা থাকতে দিন।

তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজেদের ইচ্ছেমত জল্পনা করে তাঁর বিয়ে সম্পর্কিত যে গুজব সংবাদমাধ্যম ছড়াচ্ছে, তাতে তিনি ভীষণই বিরক্ত। এরআগে গতবছর নভেম্বরে গুজব রটেছিল এই বছর জানুয়ারিতে বিয়ে করছেন প্রীতি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ