[english_date]

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

বিশ্ব মেট্রোলজি দিবস আজ শুক্রবার (২০ মে)। ‘প্রগতিশীল বিশ্বে পরিমাপ’ স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিএসটিআই দিবসটি পালন করবে।

এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এবং শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারসের পরিচালক মার্টিন মিল্টন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজির পরিচালক স্টিফেন পেটোরে বাণী দিয়েছেন।বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৬ উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসের অংশ হিসেবে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়সমূহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ বেতারে কথিকা সম্প্রচারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ