সৌরঝড় যদি কোনোদিন গ্রাস করে পৃথিবীকে, বন্ধ হয়ে যাবে সব নেটওয়ার্ক। স্তব্ধ হবে যোগাযোগ ব্যবস্থা। ছিন্ন হবে বিদ্যুৎ সংযোগ। আর এই ভয়াবহ পরিস্থিতির জন্য মানুষ সময় পাবে কেবলমাত্র ১২ ঘণ্টা। বিশেষজ্ঞদের একটি রিপোর্ট বলছে, ১২ ঘণ্টার আগে সৌরঝড় নিয়ে কোনও সতর্কবার্তা পৃথিবীকে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সবকিছু গুছিয়ে নেওয়ার আগেই হতে পারে রেডিয়েশন ঝড়। গবেষণায় এই তথ্য পেয়েছেন ব্রিটেনের বিজনেস ইনোভেশন অ্যান্ড স্কিলস-এর গবেষকরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরঝড়ের সবথেকে খারাপ প্রভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে স্যাটেলাইট সিস্টেম। বন্ধ হয়ে যাবে বিমান চলাচল, যোগাযোগ ব্যবস্থা। সূর্যের করোনার একটি বড় অংশ ফেটে গিয়ে মহাকাশে ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটবে। এর আগে ১৮৫৯ -এ এরকম একটি ঘটনা ঘটে ক্যারিংটনে। প্রভাব পড়তে সময় লেগেছিল ১৮ ঘণ্টা। কিন্তু এরপর মাত্র ১২ ঘণ্টা আগে বার্তা দিয়েই আসতে পারে এই পরিস্থিতি। তবে সৌরঝড় হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রতি ১৫০ বছরে একবার হতে পারে এই ঝড়। তবে আগের সৌরঝড়ের পর কেটে গিয়েছে ১৫৬ বছর। তাই আরও একটা সৌরঝড়ের জন্য এবার বোধহয় তৈরি থাকার সময়ে এসেছে।
