১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বে সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর দেশ পাকিস্তান

The dangerous country for journalists in Pakistanবিশ্বে সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর দেশ পাকিস্তান। পাকিস্তানি পত্রিকা দ্য ডেইলি টাইমসের সম্পাদকীয় ‘মিডিয়া আন্ডার সিজ’-এ এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, লাহোরো সিটি ৪২ নামে একটি টেলিভিশন চ্যানেল অফিসে অস্ত্রধারীরা হামলা চালিয়ে সাংবাদিকদের ভীত সন্ত্রস্ত করে তোলে। টেলিভিশন চ্যানেলঠির সাংবাদিকরা এখনও অব্যাহত সন্ত্রাসী হুমকির মুখে আছেন। হামলার কোন ক্লু উদ্ধার করতে পারে নি পুলিশ। এতে বলা হয়েছে লাহোর, ফয়সালাবাদ ও করাচিতে সাংবাদিক ও মিডিয়া অফিসগুলোতে সাধারণ বিষয় হয়ে উঠছে। এর মাধ্যমে মুক্ত মত প্রকাশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। মূলধারার পত্রিকা বা মিডিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার এটা একটি বড় এজেন্ডা।

সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতারা এমন হামলার নিন্দা জানিয়ে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার দাবি করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ অধিবেশনে বসে যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিক সমাজও একই দাবি জানিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে পেশাগত সাংবাদিকতা একটি বড় রকমের চ্যালেঞ্জিং কাজ।

ডেইলি টাইমস লিখেছে, বর্তমান সময়ে মিডিয়া হাউজগুলো সন্ত্রাসী হামলায় বিপন্ন। সাংবাদিকরা যেখানে কাজ করেন সেখানকার ও তারা যখন বাইরে কাজ করেন তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এরই মধ্যে পাকিস্তানে ক্রমবর্ধমান হারে সাংবাদিক হত্যার জন্য এর কুখ্যাতি হচ্ছে। এ জন্য বিশ্বে মিডিয়া জগতে সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে বিবেচিত হয় পাকিস্তান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ