[english_date]

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৯৬ হাজার ৬৩৪ জন। মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ১২০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে করোনায় সর্বোচ্চ আক্রান্ত সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫৭৯ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বে এটি একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, মাত্র চারটি দেশেই নতুন করে আক্রান্তদের দুই তৃতীয়াংশ রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হচ্ছে, এই মহামারি নিয়ে আরো দীর্ঘ পথ পারি দিতে হবে বিশ্বকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ