তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের বিত্তশালীদের তালিকায় প্রথম কুড়িতে দুজন ভারতীয়। উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজি এবং এইচসিলের প্রতিষ্ঠাতা শিব নাদার রয়েছেন ১৩ এবং ১৪ তম স্থানে। বরাবরের মতো তালিকায় সবথেকে উপরে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
মঙ্গলবার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সর্বোচ্চ ধনীদের নিয়ে প্রকাশ করা হয়েছে ফোর্বস তালিকা। সেখানেই প্রথম কুড়ির দু’জন ভারতীয়। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০০ জন বড়লোকের তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রমেশ আদানি ও ভারত দেসাই।
৭০ বছর বয়স্ক আজিম প্রেমজি এশিয়ার সবথেকে বড় তথ্যপ্রযুক্তি টাইকুন হয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে শিব নাদারের ঝোলাতে রয়েছে ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বস তালিকায় সবথেকে বেশি যায়গা দখল করে রয়েছেন মার্কিন শিল্পপতিরা। তাঁদের দখলে রয়েছে ৫১টি আসন। এশিয়ার ৩৩ জনও রয়েছেন নতুন ফোর্বস তালিকায়। ইউরোপ থেকে তালিকায় রয়েছেন আটজন, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকা থেকে রয়েছেন দু’জন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮১