২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোর যাত্রা শুরু করছে রিয়াদ মেট্রো

সউদী আরবের রাজধানী রিয়াদে চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা।আগামী ২৭ নভেম্বর, বুধবার এর প্রথম ধাপের উদ্বোধন হবে।এটি সউদী আরবের আধুনিক যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
রিয়াদ মেট্রো প্রকল্পটি বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা হিসেবে পরিচিত।প্রথম ধাপে এর ছয়টি রুটের মধ্যে তিনটি রুট চালু হবে।রিয়াদ মেট্রো তাদের অফিসিয়াল এক্স-(পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে।পরিবহন ব্যবস্থার এই উদ্যোগ সউদী আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ।
এই প্রকল্পটি রিয়াদ শহরের যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে।মেট্রোটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত হবে এবং এটি পুরোপুরি চালকবিহীন।প্রথম তিনটি রুট চালুর মাধ্যমে নগরবাসীদের জন্য সহজ,দ্রুত এবং আরামদায়ক যাত্রার সুযোগ সৃষ্টি হবে।
এই মেট্রো সিস্টেমটি পরিবেশবান্ধব এবং শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এটি নগর পরিকল্পনার একটি আধুনিক মডেল,যা ভবিষ্যতের নগর পরিবহন ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে।এটি শুধু রিয়াদের নয় বরং সমগ্র সউদী আরবের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অর্জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ