যুক্তরাষ্ট্র ওপেনের শুরুতই দারণ ছন্দে বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস৷ শুক্রবার ফ্লাশিং মেডোয় সানিয়ারা হারালেন কেইটলিন ক্রিশ্টিয়ান ও সাবরিনা সান্তামারিয়াকে৷ সানিয়াদের পক্ষে ফল ৬-১ ৬-২৷ এক ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন সদ্য উইম্বলডন জয়ী তারকারা৷
অন্যদিকে গতকাল হিঙ্গিসের সঙ্গে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে আনার পর এদিন ডাবলসেও জয় পেলেন লিয়েন্ডার পেজ৷ স্প্যানিশ পার্টনার ফার্নান্সদো ভারদাস্কোকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন পেজ৷ মাত্র ৬২ মিনিটের লড়াইয়ে লিয়েন্ডাররা ধরাশায়ী করলেন জার্মান জুটি ফ্লোরিয়ান মায়ার ও ফ্র্যাঙ্ক মোডারকে৷ লিয়েন্ডারদের পক্ষে ফল ৬-২ ৬-৩৷এককথায় বছর শেষের গ্র্যান্ড স্ল্যামে ভারতীয়দের শুরুটা জয় দিয়েই হল৷
পোস্টটি যতজন পড়েছেন : 277
























