১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনও স্বতন্ত্র বেতন কাঠামো হবে না: অর্থমন্ত্রী

আর্থনিউজ২৪:  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কোনও স্বতন্ত্র বেতন কাঠামো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে রবিবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এএসএম মাকসুদ কামাল বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়টি আমরা শুনেছি। আজ সকালে আমাদের পূর্বনির্ধারিত বৈঠক চলছে। বৈঠক শেষে এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানাবো।

 

এর আগে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি নিয়ে গত ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক হয় আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদলের। সেখানেই জানানো হয়, ৩০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি দেবেন শিক্ষকরা।

 

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর আমলাদের সঙ্গে বেতন ও পদ মর্যাদার বৈষম্য সৃষ্টি হয়েছে দাবি করে তা নিরসনে আন্দোলন শুরু করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

এরপর অর্থমন্ত্রীকে প্রধান করে বেতন-বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা পুনর্গঠন করে সরকার। এই কমিটিতে শিক্ষামন্ত্রীও সদস্য রয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ