১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্যদিয়ে মাঠে গড়িয়েছে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা ও ক্রিড়ানুরাগী মুমিন খান মুন্না। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গ্রীণবাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ ও সদস্য বিপ্লব কুমার এষ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন ফেডারেশনের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ, আলী আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমেদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য সমুজ আহমদ সায়মন, বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফা, ব্যবসায়ী ছবর আলী, সংগঠক মিজানুর রহমান, ছাত্রনেতা আব্দুল বাছিত প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে সুপার স্টার ক্রিকেট ক্লাবকে ১০১ রানে হারিয়ে বিজয়ী হয় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ