[english_date]

বিশ্বজুড়েই গর্ভপাতের হিড়িক

বিশ্বজুড়েই গর্ভপাতের হিড়িক পড়েছে।আগের যে কোনো সময়ের তুলনায় এই সংখ্যা বেশি। উন্নয়নশীল দেশেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তুলনামূলক বেশি।সর্বশেষ রিপোর্টে দেখা যায়, প্রতি চার জন নারীর মধ্যে নানা কারণে একজনের গর্ভপাত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, বছরে এখন ৫৬ মিলিয়ন নারীর গর্ভপাত হচ্ছে যা আগের চেয়ে অনেক বেশি। গবেষকদের মতে গরীব দেশগুলোতে গত ১৫ বছরে অবস্থার কোন উন্নতি হয়নি। তবে গর্ভপাতের ঘটনা বেশি ঘটছে উন্নয়নশীল দেশগুলোতেই। আর এটি হচ্ছে কোথাও জনসংখ্যা বৃদ্ধির কারণে আবার কোথাও হচ্ছে পরিবার ছোট রাখার ইচ্ছে থেকে।

তারা বলছেন আর গর্ভপাত সব জায়গাতেই হচ্ছে, সেটি বৈধ হোক আর না হোক। বিজ্ঞানীদের মতে গর্ভপাত বিরোধী আইন গর্ভপাত কমাতে পারছেনা বরং এর কারণে অবৈধ বা অনিরাপদ গর্ভপাত দিকে যাচ্ছে অনেকে। বিজ্ঞানীরা বলছেন ১৯৯০-৯৪ সাল পর্যন্ত সময়কালে গর্ভপাতের পরিমাণ ছিলো বছরে ৫০ মিলিয়নের মতো। ২০১০-১৪ পর্যন্ত সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ মিলিয়নে।তাদের মতে যেসব জায়গায় জন্মনিরোধক সামগ্রীর অপ্রতুলতা রয়েছে সেখানে গর্ভপাতের হার বেশি। আর অনেক নারী বলছেন যে মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করেই তারা জন্ম নিরোধক সামগ্রী ব্যবহার করেননা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ