বাংলাদেশে নিরাপত্তা ঘাটতির কথা বলে সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর সফর বাতিল করে তাদের ফুটবলাররা এবং প্রোটিয়া নারী ক্রিকেট দলও। তবে এরপর বাংলাদেশের জন্য স্বস্তি বয়ে আনে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের ঘোষণা।
এরপর আবারো সুখবর পেলো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। নিরাপত্তা ইস্যুতে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে না বলে আশ্বস্ত করেছে আইসিসি।
দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু তাই নয়, খুব শিগগিরই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে বলেও জানানো হয়েছে সভা থেকে।
দুবাইতে ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে আইসিসির পাঁচ দিনব্যাপী এই সভা। প্রথম দিন প্রধান নির্বাহীদের সভা শেষে শনিবার হয়েছে এফটিপি ও গভর্নেন্স কমিটির সভা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভাটি হবে সোমবার ও মঙ্গলবার।
