হার দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করল ল্যাতিন আমেরিকা অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। চিলির মাঠ স্তাদিও নেসিওনাল মার্টিনেজে আতিথ্য নিয়ে ২-০ গোলে হেরে গেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
অন্যদিকে, ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাটিতে একই ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মেসি-অ্যাগুয়েরো বিহীন আর্জেন্টিনা।
নেইমার বিহীন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চিলি। তবে ছেড়ে ছেড়ে কথা বলেনি ব্রাজিলও। কিন্তু দু’দলই গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করলে ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। ম্যাচের ৭২ মিনিটে ভরগাসের গোলে এগিয়ে যায় চিলি। গোল পরিশোধে মরিয়া ব্রাজিল প্রতিপক্ষের রক্ষণ দুর্গে বেশ ক’টি আক্রমণ শানলেও কাজের কাজ হয়নি কিছুই। উল্টো ম্যাচের শেষ মিনিটে সানচেজের গোলে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সেলেসাওরা।
এদিকে, লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধটাও ছিল গোল শূন্য। তবে ম্যাচের ৮১ মিনিটে ইরাজোর গোলে এগিয়ে যায় ইকুয়েডর। এর এক মিনিট পর ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান সেইসেডো। ম্যাচের বাকি সময় গোল পরিশোধ করতে না পারলে হার দিয়েই বিশ্বকাপ বাছাই মিশন শুরু করে আর্জেন্টিনার।