[english_date]

বিলুপ্ত ছিটমহলে প্রথম মাতৃভাষা দিবস পালন

আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিলুপ্ত ছিটমহলে প্রথম প্রতিকি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

দীর্ঘ ৬৮ বছর ছিটমহলে বন্দি জীবন- যাপন থেকে মুক্ত হওয়ার পর রোববার(২১ ফেব্রুয়ারী) ‘বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদ’ সাবেক (ছিটমহল ইউনাইটেড কাউন্সিল(এসইউসি) ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি) বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার ঊদ্যোগ নেন।  

উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সাবেক ৪ নং বড় খেঙ্গিরছিটমহল বর্তমান মুজিব- ইন্দিরা নগরে কলা গাছ দিয়ে নির্মিত প্রতিকি শহীদ মিনারে সূর্যোদয়ের প্রথম প্রহরে গ্রামের শত শত নারী, পুরুষ, শিশুরা সারিবদ্ধ হয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে, ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন, সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে বিশেষ দোয়ার মাধ্যমে ভাষা শহীদদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিলুপ্ত ছিটমহলের নেতা গোলাম মতিন রুমি, মহসিন আলী, রেজাউল ইসলাম, মেরাজ আলী, আতাউর রহমান, মোবারক হোসেন, মকছুল হোসেন, সেলিম হোসেন, আলহাজ্ব নজরুল ইসলাম প্রমূখ।   

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ