পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল জারদারির করাচির বাসভাবনের কাছেই সম্পত্তি কিনেছিল দাউদ ইব্রাহিম৷ তার করাচিতে থাকা নিয়ে যে তথ্য-প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে তার মধ্যেই এই বিষয়টির উল্লেখ রয়েছে৷ সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রকাশিত খবর থেকে এমনটাই জানা গিয়েছে৷
তা থেকে জানা গিয়েছে, ২০১৩ সালে বিলওয়ালের বাসভবনের সামনে এই সম্পত্তিটি কিনেছিল মুম্বই বিস্ফোরণের মূলচক্রী৷ এটি ছাড়াও পাকিস্তানে দাউদের আরও ন’টি সম্পত্তিও চিহ্নিত করতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা৷ দরগা রোডের মইন প্লেস, ক্লিফটন, ৬/এ খাইবার তানজিন সহ পাকিস্তানে দাউদের একাধিক ঠিকানা চিহ্নিত করেছে তারা৷