১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামায়াত দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হরতালে আগুনে পুড়িয়ে টমটম চালক মোহাম্মদ মুছাকে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ (রোববার) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, নির্ধারিত হাজিরার দিনে শাহজাহান চৌধুরী হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০১৩ সালের ২৫ মার্চ জামায়াতের ডাকে হরতাল চলাকালে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় মুছার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৬ এপ্রিল মুছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর কাছে হার মানে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে চান্দগাঁও থানা পুলিশ। অভিযোগপত্রে নগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে প্রধান আসামি করা হয়। এতে জামায়াত-শিবিরের আরও ২৮ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে আছে বলে আদালত সূত্রে ‍জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ