
জঙ্গিগোষ্ঠী আইএসকে উৎখাত করতে ইরাকে বিমান হানার সময়সীমা বাড়াল ব্রিটেন৷ ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত বিমান হানা চালানো হবে বলে জানিয়েছেন সেই দেশের প্রতিরক্ষা সচিব মাইকেল ফ্যালন৷ আমেরিকার নেতৃত্বে চলা অভিযানের অঙ্গ হিসেবে ইরাকে বিমান হানা চালাচ্ছে টরনেডো জেট৷
বর্তমানে সিরিয়ায় বিমান হানা চালানো থেকে নিজেদের বিরত রেখেছে ব্রিটেন৷তবে, ইরাকে বিমান হানা চালু রাখবে ব্রিটেন প্রশাসন৷ গত বছর সেপ্টেম্বরেই ইরাকে বিমান হানা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দেয় হাউস অফ কমনস৷ পাশাপাশি, সিরিয়ায় বিমান হানা চালানোর বিষয়েও বিরোধী লেবার পার্টির সমর্থন পাবেন বলে আশা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷
পোস্টটি যতজন পড়েছেন : ৪৬০