৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমানবন্দরে নিরাপত্তার তাগিদ বৃটিশ মন্ত্রীর

বৃটিশ অভিবাসন বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বাংলাদেশ থেকে মানব পাচার ও অবৈধ অভিবাসন কমে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন । একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ এভিয়েশন সেক্টরের নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

james-brokenshireমন্ত্রীর ঢাকা সফরের সমাপনীবিষয়ক বৃটিশ হাই কমিশন পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রী ব্রোকেনশায়ারকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে মন্ত্রী বলেন, বৃটেন বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার ও বন্ধু। দুই দেশের মধ্যে সুদৃঢ় বাণিজ্য সহযোগিতাসহ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অবৈধ অভিবাসন এবং মানব পাচারের মতো সংঘটিত অপরাধী চক্রের মোকাবিলায় দুই দেশ এক সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভুয়া ও জাল ডকুমেন্ট শনাক্তকরণে বৃটেন প্রদত্ত অত্যাধুনিক যন্ত্রগুলো হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসাররা দক্ষতার সঙ্গে ব্যবহার করছে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আশা করছি এ উদ্যোগের ফলে বাংলাদেশ থেকে মানব পাচার এবং অবৈধ অভিবাসন কমে আসবে। উল্লেখ্য, বৃটিশ অভিবাসন বিষয়কমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার গত রোববার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় আসেন। এই সফরকালে তিনি এদেশের সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।মন্ত্রী অবৈধ অভিবাসন এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে উপযোগিতামূলক বৈঠক করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ