বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘বিভ্রান্ত রাজনীতির’ কারণেই পৌর নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার এক আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়ার বিকৃত, হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।’
খালেদার ‘ভুল রাজনীতির’ কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন ‘কমেছে’ মন্তব্য করে তাকে ‘দেশের বৃহত্তর স্বার্থে’ স্থিতিশীলতা বজায় রেখে ‘গণতান্ত্রিক ও সহনশীলতার’ ধারায় ফেরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।’
























