[english_date]

বিভিন্ন দাবীতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

অষ্টম বেতন কাঠামোতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করাসহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান শিক্ষকের বর্তমান বেতন গ্রেড একাদশ থেকে উন্নীত করে দশম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড একাদশ থেকে চতুর্দশে উন্নীত করতে হবে। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্যাহ সরকার বলেন, অষ্টম বেতন কাঠামোতে স্কেলে একাদশ গ্রেডে প্রধান শিক্ষকের বেতন ১২ হাজার ৫০০ এবং একাদশ গ্রেডে সহকারী শিক্ষকের বেতন ১০ হাজার ২০০ টাকা। নতুন বেতন কাঠামোতে আগের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে ১৫ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ