[english_date]

বিবাহ বহির্ভূত দম্পতি আটক

ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয়ের অভিযোগে শফিকুল ইসলাম (২৭) ও শামীমা খাতুনকে (২০) এক বিবাহ বহির্ভূত দম্পতি আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে ও শামীমা খাতুন বদনপুর গ্রামের আব্দুল বারী মণ্ডলের মেয়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলামেইলকে জানান, শফিকুল ইসলাম ও শামীমা খাতুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তবে তাদের চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়।

পরে এলাকাবাসী তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে তারা স্বামী-স্ত্রী নয়। আজ সকালে এলাকাবাসীই তাদের আটক করে পুলিশে খবর দেয়।

আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ