৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপিএলে প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করছেন দুই ভাই

দুই ভাই এক সঙ্গে ২২ গজ মাতাচ্ছেন এমন ঘটনা ক্রিকেটে অনেক পুরোনো। তবে পুরো একটি ম্যাচ পরিচালনা করছে দুই ভাই এমন ঘটনা খুবই বিরল। তবে এবারই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনের ম্যাচে মাঠে নেমেছে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। আর এই ম্যাচটি পরিচালনা করছেন আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন।

লিমন-রাজন দুজন আপন ভাই। তারা দেশের ক্রিকেট এবং বিপিএলেও প্রথমবারের মতো একসঙ্গে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়তে চলেছেন। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আলী আরমান রাজন এবং কামরুজ্জামান লিমন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন।।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনার নজির রয়েছে হাতে গোনা কয়েকটি। ২০১১ সালে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকার বোল্যান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক। অন্যদিকে, একই ম্যাচে না হলে সমসাময়িক কালে ভিন্ন ম্যাচ পরিচালনার ঘটনা আছে আরও কয়েকটি ভাই জুটির।

প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করতে যাওয়া রাজন-লিমন দুইভাই দেশের বেসরকারি একটি গণমাধমের কাছে অনুভূতি জানিয়েছেন।

লিমন বলেন, দুজনের জার্নিটা একসঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। আমার জানা মতে দুই ভাই এরকম কোন দেশেই এভাবে আম্পায়ারিং করে নাই। ঢাকা প্রিমিয়ার লিগে আমরা একসঙ্গে ফিল্ড আম্পায়ারও ছিলাম। দুই ভাই যখন আম্পায়ারিং শুরু করি একসঙ্গেই কোয়ালিফাই করছিলাম।

আর রাজনের ভাষ্য, আম্পায়ারিং এতদিন ধরে একসঙ্গে করছি, কিন্তু এই প্রথমবার বিপিএল ম্যাচে থাকব। অনেক ভালো লাগার ব্যাপার এটা। বাংলাদেশ ইতিহাসে প্রথম যে দুই ভাই একসাথে ম্যাচ (পরিচালনা) করতেছে। যে কারণে পরিবারেও অন্যরকম আনন্দ দেখা যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ