ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম সিকদারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সে সঞ্জয়পুর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, তৌহিদুল রাতে স্থানীয় গগন বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ বিনয়কাঠির সীমান্তবর্তী মুশরিয়ায় ফেলে যায়। খবর পেয়ে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি নিয়ে আসেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহত তৌহিদুলের বিরুদ্ধে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।