লন্ডন: এবার স্মার্টফোনে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে গুগল৷ এমনই নয়া পরিকল্পনা করছে গুগল৷ বুধবার দি ইনফর্মেশন নামক এক সংস্থার তরফে এই কথা জানানো হয়েছে৷ গুগলের তরফে উন্নতশীল দেশ ও অনুন্নত দেশগুলিতে সকলের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দি ইনফর্মেশনের তরফে জানানো হয়েছে৷ গুগলের নয়া এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘জিরো রেটিং’৷জানা গিয়েছে, গুগলের এই পরিষেবা দেওয়ার জন্য সেই অঞ্চলের মোবাইল ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির সঙ্গে চুক্তি বন্ধ হবে গুগল৷ তবে কোন কোন দেশগুলিতে এই সুবিধা আনা হবে তা অবশ্য এখনও জানা যায় নি৷ তবে বলার অপেক্ষা রাখে না নয়া পরিষেবা আনলে তা মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হবে৷প্রসঙ্গত, কিছুদিন আগেই ফেসবুকের তরফে ভারতে বিনামূল্যে ফেসবুক পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷
পোস্টটি যতজন পড়েছেন : ২১২