তিন দিন ধরে বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
বিকল্প ব্যবস্থায় আইসিইউ, সিসিইউ ও অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ চালু থাকলেও ওয়ার্ডগুলোতে বিদ্যুতের অভাবে রোগী ও তাদের স্বজনদের চরম কষ্ট সইতে হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ত্রুটি দেখা দেয় চমেক হাসপাতালের ট্রান্সফরমারে। মেরামত করার পর সচল হলেও ঐদিন বিকেলে তা আবার বিকল হয়ে পড়ে। এরপর বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সীমিত আকারে হাসপাতাল চালু রাখার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
পোস্টটি যতজন পড়েছেন : 258