খুলনা শহরের বক্সিপাড়া লেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঘরের বাইরে তামার তারে কাপড় শুকাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন খুলনা সেন্ট সেভিয়ার্সের অষ্টম শ্রেণির ছাত্রী রামিছা ইসলাম আনিকা (১৫) ও তার নানি মর্জিনা বেগম (৬০)।
খুললা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবার টিপু এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বক্সিপাড়া ঘোষবাড়ী লেনের আনছার শেখের বাড়িতে ভাড়া থাকতেন নিহতরা। আজ শবে বরাতের পরের দিন রোজা রাখার জন্য সেহেরি খেয়ে ঘরের বাইরে টানানো তামার তারে কাপড় শুকাতে যায় আনিকার মা রোজি বেগম। তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে আনিকা ও তাঁর নানির মৃত্যু হয়।
বৈদ্যুতিক পোস্ট থেকে তার নিয়ে টিনের ঘরগুলোতে এলোমেলোভাবে সংযোগ দেওয়া হয়েছে। টিনের ঘর্ষণে তার ছিদ্র হয়ে ওই ঘরের টিন ও বাইরে কাপড় শুকানোর তামার তার বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তারে কাপড় শুকাতে দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাউন্সিলর। নিহতদের বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।