জেলার আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিতা রানী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামে এ ঘটনা ঘটে।
অনিতা রানী মহিষাশ্বহর গ্রামের গোপাল চন্দ্রের স্ত্রী। পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা-উল ইসলাম ফাতেমী পাভেল ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অনিতা রানী। এ সময় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. আব্দুস সালাম শেখ দ্য রিপোর্টকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট অনিতা রানী হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 222