জেলার সদর উপজেলার মোস্তফাপুরে নিজের মুরগি খামারে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতুল বেগম (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ওই গ্রামের ইস্রাফিল খানের স্ত্রী। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক মফিজুর রহমান লেলিন জানান, মুরগির খামারে খাবার দিতে গিয়ে ওই গৃহবধু বৈদ্যুতিক লাইনের তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় জান্নাতুলের দুই হাতের কিছু অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 210