
চয়ন দেব, বাঁশখালী প্রতিনিধি:
বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হউক পূর্ব পুইছড়ী গ্রাম অঞ্চল মন্তব্য করেছেন আলহাজ্ব মোস্তাফির রহমান চৌধুরী, এম.পি। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষায় উন্নয়ন ও বিদ্যুতের মাধ্যমে দেশকে আলোকিত করে উন্নত জাতির হিসেবে দেখতে চায়।
শুক্রবার বিকালে চট্রগ্রামের বাঁশখালীতে বিভিন্ন পথ সভা ও ৬৬নং দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উম্মোচন এবং মনছুরিয়া বাজার এর ইকোর্পাক পর্যন্ত রাস্তায় কাজ উদ্ভোধন কালে তিনি এ সব কথা বলেন।
পুইছড়ী ইউনিয়নের মধ্যে বিভিন্ন নেতা কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। ৮নং ওয়ার্ড এর সম্ভাব্য প্রার্থী জনাব আলহাজ্ব শেরআলী এবং চেয়ারম্যান প্রার্থী ১১নং পুইছড়ী জনাব জাকের হোসেন চৌধুরী (বাচ্চু) কেন্দ্রীয় নেতা বাংলাদেশ কৃষকলীগ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো বাংলাদেশ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন কর্মী ও বাঁশখালী থানায় ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।