স্বচ্ছতা ও দক্ষতা না বাড়ালে বিদেশি বিনিয়োগ হারাবে বাংলাদেশ। এদেশের পণ্য এখন অনেক দেশে চলে গেছে এবং দেশটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ১টার দিকে রাজধানীর হোটেল সোনাগাঁও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এফবিসিসিআই’র সভাপতি আবুল মতলুব আহম্মদ ও সংগঠনের সভাপতি হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 145