[english_date]

বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন তার তালিকা

ঢাকা ডাইনামাইটস : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা),  সোহেল খান (পাকিস্তান), শাহজিব হাসান (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাসির জামশেদ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড) ও রায়ান টেন ডয়েসকাট (নেদারল্যান্ড)
চিটাগং ভাইকিংস : ওমর আকমল (পাকিস্তান), সাঈদ আজমল (পাকিস্তান), এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে), কামরান আকমল (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), চামারা কাপুগেদারা (শ্রীলঙ্কা), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা) ও রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা)।
সিলেট সুপারস্টার্স : শহীদ আফ্রিদি (পাকিস্তান), যশুয়া কব (ইংল্যান্ড),  ব্রাড হজ (অস্ট্রেলিয়া), রবি বোপারা (ইংল্যান্ড), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) ও সোহেল তানভীর (পাকিস্তান)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : শোয়েব মালিক (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), মারলন স্যামুয়েলসন (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা) ও লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।
রংপুর রাইডার্স : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা),  ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান) ও ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।
বরিশাল বুলস : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), সিকুজ প্রসন্ন (শ্রীলঙ্কা), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), ইভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান) ও ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ