৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বসাল বেইজিং

উপগ্রহ থেকে তোলা ছবির ভিত্তিতে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ দাবি করে দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বসিয়েছে চীন। ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে চীন। বেসরকারি স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।গত ১৪ ফেব্রুয়ারি স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, উডি আইল্যান্ড নামের ওই দ্বীপটিতে চীন আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের দুটি ব্যাটারি ও একটি রাডার ব্যবস্থা মোতায়েন করেছে।

বিতর্কিত ওই জলসীমার দাবিদার ভিয়েতনাম ও তাইওয়ান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ৪০ বছর আগে বিতর্কিত ওই জলসীমার নিয়ন্ত্রণ নেয় চীন। তবে ভিয়েতনাম ও তাইওয়ান বরাবর এই জলসীমাকে নিজেদের বলে দাবি করে আসছে।তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ডেভিড লো বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আগ্রহী পক্ষগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং এমন ধরনের একপক্ষীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, যা এ অঞ্চলে উত্তেজনার সৃষ্টি করে।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেজস্যাট ইন্টারন্যাশনাল বা আইএসআই’এর তোলা ছবিতে দেখা গেছে চীন এ ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যাটারি উডি দ্বীপে মোতায়েন করেছে। দুই ব্যাটারিতে আটটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং রাডারও রয়েছে।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ