বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি’র সোশ্যাল অবলিগেটরি ফান্ড-এসওএফে ৭০০ কোটি টাকারও বেশি অলস পড়ে আছে। বিধি অনুযায়ী তহবিলে জমা টাকা দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে খরচ করার কথা থাকলেও তহবিল গঠনের পর থেকে জমা টাকা কোনো খাতেই খরচ করা হয়নি। এ টাকা দেশের ইন্টারনেট যোগাযোগের উন্নয়নে খরচের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অপরদিকে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শিগগিরই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন।
টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য ২০১১ সালে বিটিআরসির তত্ত্বাবধানে গঠন করা হয় সোশ্যাল অবলিগেটরি ফান্ড-এসওএফ। বিটিআরসি’র হিসেবে এখন পর্যন্ত তহবিলে জমা টাকার পরিমাণ ৭০০ কোটিরও বেশি। বর্তমানে দেশের চারটি মোবাইল ফোন অপারেটর রবি, বাংলালিংক, এয়ারটেল ও গ্রামীণফোন তাদের বার্ষিক লভ্যাংশের এক শতাংশ টাকা এই খাতে দিয়ে আসছে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় অলস পড়ে আছে তহবিলের টাকা। এ অবস্থায়, এসব টাকা টেলিযোগাযোগের উন্নয়নে খরচ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিধিমালা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন তহবিলের টাকা খরচ করা না হলেও, শিগগিরই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানালেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
পাশাপাশি, প্রযুক্তিখাতে তরুণ উদ্ভাবকদের এ খাত থেকে সহায়তা করার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী।