বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৯০ হাজার ডলারের দ্বারপ্রান্তে। ৫ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ দাম বেড়ে ভার্চুয়াল এই মুদ্রার দাম ৮৯ হাজার ৬৩৭ ডলার স্পর্শ করেছে। সম্প্রতি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বেড়েই চলেছে বিটকয়েনের দাম। প্রতি দিনই দামে নতুন নতুন রেকর্ড ভাঙছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিনিয়োগকারীদের আশা, ট্রাম্প আরও ক্রিপ্টো-বান্ধব নীতির দিকে ঝুঁকবে।
ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পরপরই বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। বিশেষ করে ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।
বিনিয়োগকারী ও ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টো-বান্ধব নীতির দিকে ঝুঁকবে। বিটকয়েনের মূল্যবৃদ্ধির এ গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টোকারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার মার্কিন ডলারও বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে চার মাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ডলারের বিপরীতে ইউরো প্রায় সাত মাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং ইউয়ান তিন মাসেরও বেশি সময়ের সর্বনিম্নে নেমে এসেছে।
বিটকয়েন বাদে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ইথার এবং ডোজকয়েনের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রকে পৃথিবীর ক্রিপ্টো রাজধানী করার এবং বিটকয়েনের একটি জাতীয় মজুত হিসেবে তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।