বিজয়া দশমীর সরকারী ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর করা হয়েছে। গতকাল সোমবার মন্ত্রীসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব এম মোশাররাফ হোসেইন ভুঁইয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী ২২ অক্টোবর হওয়ায়, ছুটির তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা উদযাপন পরিষদ বৃহস্পতিবার পূজার ছুটি ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৮