২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজ্ঞান মিউজিয়ামে আগুন

শহরের প্রধান বিজ্ঞান সংগ্রহশালায় আগুন। বুধবার মধ্যরাতে লাগা আগুনে মিউজিয়ামের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। গোটা ঘটনায় দু’জন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের ভরতি করা হয়েছে।

দমকলকর্মী গ্যাব্রিয়েল প্লুসেইড বলেছেন, “মধ্যরাতের আগুনে মিউজিয়ামের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মীয়মাণ অংশেই প্রথমে আগুন লাগে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। তবে প্রদর্শনী সভাগৃহ এবং নাট্য সংগ্রহশালায় আগুন লাগেনি।” দমকলের প্রায় ১২টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনও হতাহতের খবর মেলেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ