১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে : সৈয়দ মোস্তফা

ইউনাইটেড কনজুমার প্রোটেকশন এন্ড লিগ্যাল রাইটস্ ফাউন্ডেশন- বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তফা আলম বলেন, স্বাধীনতার পরবর্তী ৫৩ বছরের মধ্যে বিভিন্ন সময়ে মধ্যসত্বভোগী লুটেরাদের হাতে বাংলাদেশের সকল স্তরের পণ্য নিয়ন্ত্রিত ছিল এবং এখনো আছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি সকল পণ্যের উৎপাদন খরচ, বিপনন খরচ মিলিয়ে মনিটরিং সেলের মাধ্যমে ভোক্তাদের নিকট সহনশীল পর্যায়ের বিক্রয়মূল্য নির্ধারণ করা অতীব জরুরি। তাই বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর স্বাধীনতা খর্ব হবে।

১৬ ডিসেম্বর (সোমবার) দুপুরে ইউসিপিএলআরএফ-বাংলাদেশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এবং বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি এস এম কামরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমির হোসেন খান, ইঞ্জিনিয়ার মো. আবু তৈয়ব, এডভোকেট রাজীব দাশ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মইন উদ্দীন আহমদ বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে পরিশুদ্ধ ও মানসম্মত পণ্য উৎপাদনে সকল ব্যবসায়ী যেন ব্রতী হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ