ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর থেকে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে প্রকাশ্যে তো নয়ই, বিবৃতিও দিতে দেখা যায়নি। এবার ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের’ দাবি নিয়ে হাজির হলো সংগঠনটি।
রবিবার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান
হোয়াটসঅ্যাপে সাদ্দাম হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
আওয়ামী লীগের সরকারের শেষ সময় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে জনতার ওপর হামলা ও সহিংসতার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। তবে সরকার পতনের পর সংগঠনটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের দেশ ছাড়ার গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চত হওয়া যায়নি।