৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএসএফ জওয়ানকে মারল পাকিস্তান

ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন করে এক বিএসএফ জওয়ানকে মারল পাকিস্তান৷ নিহত সেনা ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল অভিজিৎ নন্দী বলে জানা গিয়েছে৷ তিনি কুপওয়ারার নওগাম সেক্টরে কর্তব্যরত ছিলেন৷ সেনা সূত্রে খবর , রবিবার দুপুর তিনটে নাগাদ পাকিস্তান বিনা প্ররোচনায় একাধিক বিএসএফ পোস্ট লক্ষ করে গুলি চালাতে শুরু করে৷ প্রায় আধ ঘণ্টা একটানা গুলি চালায় তারা৷ পাল্টা জবাব দিতে শুরু করে ভারতও৷ তাতেই গুরুতর আহত হন অভিজিৎ। রাতের দিকে তাঁর মৃত্যু হয়৷ এমন সময় সীমান্তে শান্তি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান, যখন এই বছর প্রথমবারের জন্য নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে চলেছেন মোদী। সেখানে নতুন করে দুদেশের মধ্যে নতুন করে আলোচনার ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ