[english_date]

বিএসএফের হাতে গরু ব্যবসায়ী খুন

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহীদুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে খুন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্তে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যান স্থানীয় বেশ কযেকজন ব্যবসায়ী। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে শহীদুলকে আটক করে।
পরে তার ওপর নির্যাতন চালিয়ে ও গলা কেটে হত্যা করে বাংলাদেশের ভেতরে মরদেহ ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সাপাহার থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ