বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের লোকের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠান। এরপর কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
বিশ্বাস্ত সুত্রে জানা যায়, পদত্যাগপত্রে সুনির্দিষ্ট কারণ না দেখালেও ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তিনি।
বিএনপি থেকে সরে দাড়ালেন এম মোরশেদ খান।
