দলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের জন্য রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী ভেন্যু পাওয়ার কথা জানান।
রিজভী বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ওখানে আমরা কাউন্সিল করতে পারবো।
এর আগে বুধবার বিকালে ইনস্টিটিউশন কর্তৃপক্ষ এ-সংক্রান্ত চিঠি বিএনপির কাছে হস্তান্তর করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুস সবুর।
আর বিএনপির পক্ষে চিঠিটি গ্রহণ করেন জাসাসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম। জানতে চাইলে আইইবির এস্টেট সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম বিএনপির কাছে চিঠি হস্তান্তরের কথা কাছে স্বীকার করেন। তিনি বলেন, যথাযথ ভাড়ার বিনিময়েই বিএনপিকে কর্তৃপক্ষ বরাদ্দ দিতে সম্মত হয়েছে।
বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেয়া হয়েছে।
কেবল টেনিস মাঠটি ছাড়া আশপাশের পুরো জায়গাই বিএনপি ব্যবহার করতে পারবে বলেও জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল কবির শাহীন, তায়েফুল ইসলাম টিপু প্রমুখ।
প্রসঙ্গত, ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিল কোথায় হবে এটা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। এবার সেই অনিশ্চয়তা কাটলো।