[english_date]

“বিএনপির সব স্তরের কমিটি চূড়ান্ত , ঘোষনা চলতি মাসেই ”

বিএনপি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলসহ দলের সব স্তরের কমিটি চূড়ান্ত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। চলতি মাসের যেকোনও দিন এ কমিটিগুলো ঘোষণা করা হতে পারে। সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার এমন ঘনিষ্ঠ একনেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কমিটিগুলোর সব একইসময়ে নাকি পর্যায়ক্রমে ঘোষিত হবে, এ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, যত দ্রুত সম্ভব কমিটি ঘোষণা করবেন নেত্রী। আশা করি, এটি চলতি মাসের যেকোনও দিন হতে পারে। তিনি আরও বলেন, সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করেছি। ওই সাক্ষাতেই এ ব্যাপারে জেনেছি।

এদিকে, বিএনপির একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, ১৯ মার্চ দলের কাউন্সিলেই খালেদা জিয়াকে কমিটি গঠনের সব রকমের ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর একে একে মহাসচিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদগুলোর মনোনীতদের নাম ঘোষণা করে বিএনপি। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সবপদের নামও জানানো হয়।

সূত্রের দাবি, বাকি স্থায়ী কমিটি, ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলোর দায়িত্বশীলদের নামও ইতোমধ্যে চূড়ান্ত করেছেন খালেদা জিয়া। তবে কমিটিতে নতুন কারা আসছেন—এ নিয়ে সূত্র কোনও তথ্য দিতে পারেনি।

স্থায়ী কমিটির সদস্য সংখ্যা না বাড়লেও প্রয়াত ও বার্ধক্যের  কারণে বাদ পড়াদের জায়গায় নতুন করে ৫ জনকে সদস্য করবেন খালেদা জিয়া। এই ৫ জন সম্পর্কে কোনও তথ্যই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

জানা গেছে, স্থায়ী কমিটির নতুন ৫ জনের মধ্যে আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, মো. শাহজাহানের নামই বেশি উচ্চারিত হচ্ছে। পাশাপাশি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বেগম সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, সালাহউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদুর নামও শোনা যাচ্ছে।

স্থায়ী কমিটির বর্তমান কমিটিতে যারা আছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.), তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ (অব.), ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।

দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গণি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে খালি হওয়া তিনটি পদসহ গুরুতর অসুস্থতা ও শারীরিক অক্ষমতার কারণে স্থায়ী কমিটির আরও দুটি সদস্যপদে নতুন মুখ আসতে পারে।

সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও বেগম সারোয়ারী রহমান বর্তমানে গুরুতর অসুস্থ। তাই তারা আরও আগেই স্থায়ী কমিটি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের আগের চেয়ে বেশি ক্ষমতা ও সম্মানীয় করে উপদেষ্টামণ্ডলীতে জায়গা দেওয়া হতে পারে।

তবে নামের বিষয়ে জানাতে নারাজ এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, নেত্রীই চূড়ান্ত করেছেন নাম। তার শরীরও ভালো নয়। দ্রুত নাম ঘোষণা করা হবে। নামগুলো জানতে চাইনি। তিনি নিজেই খোঁজ খবর নিয়ে করেছেন।

উপদেষ্টা কমিটিকে আগের চেয়ে সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে শেষ কাউন্সিলেই। প্রত্যেক সদস্যকেই বিশেষ সাবজেক্টওয়ারি কমিটির দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, আন্তর্জাতিক যোগাযোগ, কৃষি, শ্রম, বাণিজ্যসহ নানা বিষয়ে দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে উপদেষ্টাদের মধ্যে। এই উপদেষ্টা কাউন্সিলে এবার বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এমাজউদ্দীন আহমদ শিক্ষকদের কাউন্সিলে থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শিক্ষকরা তো নিজেই দায়িত্বে থাকেন।

নতুন গঠনতন্ত্রে ভাইস চেয়ারম্যানের সংখ্যা বাড়িয়ে ৩৫ করা হয়েছে। এবার তরুণ নেতাদের মধে ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, জয়নাল আবদিন ফারুক, নাজিমউদ্দিন আলমকে ভাইস চেয়ারম্যান পদে দেখা যেতে পারে বলে সূত্র জানায়।

এছাড়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাকি পদগুলোসহ সব অঙ্গ-সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, কমিটি কবে ঘোষণা করা হবে—এ নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা নেত্রীর এখতিয়ার। বলতে পারব না কবে ঘোষণা করা হবে।

অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম বলেন, কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপারসনের। ঘোষণা তিনি সময়মতোই করবেন।

তবে বিএনপির সিনিয়র একনেতা বলেন, বিভিন্ন ঘটনা নিয়ে নেত্রী চিন্তিত। এ কারণেই কমিটি ঘোষণায় দেরি হচ্ছে। শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ