১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

“বিএনপির মধ্যে ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনে দলটি খান খান হয়ে যাবে”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুল নীতির কারণেই বিএনপিতে ভাঙন শুরু হয়েছে।’

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের সাথে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করুন না কেন, তিনি সরকারকে কিছুই করতে পারবেন না। বরং তার ষড়যন্ত্র যতো গভীর হবে, তাদের দল ততই ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির মধ্যে ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনে দলটি খান খান হয়ে যাবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ