৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ইউপি নির্বাচনের প্রার্থীর তালিকা চুড়ান্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ পুরাদমে চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। প্রার্থীর তালিকাও প্রায় চুড়ান্ত বলে জানান সূত্র। যে কোন মুহুর্তে জনসাধরনের সম্মুখে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে দলটি।

শুক্রবার দুপুর থেকে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নির্বাচন উপ-কমিটির কাছে তাদের ফরম জমা দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রার্থীদের ফরম জমা নেওয়ার আগে উক্ত জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনের মতামত নিচ্ছেন।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহান ইমরান প্রিন্সকে চেয়ারম্যান প্রার্থীদের ফরম জমা নিতে দেখা গেছে।

চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনেক প্রার্থী ফরম জমা দিতে এসেছেন।  তারা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ মতেই আমরা ফরম জমা দিচ্ছি।’

‘খুব শিগগির বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে’ বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী শেরে বাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের সভাপিত রাজীব আহসানের কারামুক্তি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ