১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি ফিরেছে শিশু সৌরভ

বাড়ি ফিরেছে শিশু সৌরভ । এদিকে, সৌরভ ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীসহ সংশ্লিষ্টরা।

রংপুর মেডিকেলে টানা ২৪দিন চিকিৎসা নেয়ার পর পুলিশ প্রহরায় একটি অ্যাম্বুলেন্সে করে বাবা মায়ের সাথে সোমবার দুপুরে সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামে ফিরে আসে শিশু সৌরভ। অ্যাম্বুলেন্স থেকে নেমে স্বজনদের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ফিরে আসে সে। খেলার সাথি আর স্বজনদের কাছে পেয়ে সৌরভ উৎফুল্ল হলেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার পরিবার।

এদিকে সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রতিবেশী ও সৌরভের স্বজনরা।

অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন একজন প্রভাবশালী মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত দিন মজুর পরিবারটির নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা দরকার।

গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শাহাদৎ হোসেন সৌরভ আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ