ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি স্টেশনের কাছে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সেনা সদস্য শহিদুল ইসলাম (২১), সামছুর রহমান (৪৫) ও ওবায়দুল হোসেনের (৭০) নাম জানা গেছে। এ ছাড়া অজ্ঞাত এক নারীর (৩২) নাম-পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল বরাতে জানা যায় যে, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও ২০ জন আহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।