[english_date]

বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ব্রিজের কাছে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-পিকআপ ভ্যানচালক আশরাফুল (২৫) ও তার হেলপার ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুরদাহ উত্তরপাড়ার রুবেল মিয়া (৩০)।  রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের সঙ্গে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক ও হেলপার মারা যান। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এছাড়া এ ঘটনায় আহতদের মধ্যে রাসেল ও জনি নামে দুই বাসযাত্রীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ