[english_date]

‘বাস্তহারা লীগের সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে’

বি বড়ুয়াঃ

শুক্রবার বিকাল তিন ঘটিকায় চট্টগ্রাম নগরীর শহীদ লাইন স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ বাস্তহারা লীগ আকবরশাহ্ থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে  বক্তারা বলেন, বাস্তহারা লীগের সকল নেত্রী ও নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব বখতিয়ার উদ্দিন খাঁন,সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ। প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোঃ আবুল কাশেম, সাধারন সম্পাদক চট্টগ্রাম মহানগর বাস্তহারালীগ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জনাব জানে আলম,সভাপতি বাস্তহারা লীগ চট্টগ্রাম মহানগর । সহ-সভাপতি মোঃ ইছা, মোঃ সিদ্দিক আহম্মদ, মহিলা নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগ মর্জিনা আক্তার লুচি। উক্ত পরিচিতি অনুষ্টানটি সভাপতিত্ব করেন, আকবরশাহথানা বাস্তহারালীগের সভাপতি মোঃ দিদারুল আলম। প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশ বাস্তহারা লীগের সকল নেত্রী ও নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে। এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাস্তহারা লীগ কে শক্তিশালী করে চট্টগ্রাম মহানগরকে আরও শক্তিশালী করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বাস্তহারা লীগের সাধারন সম্পাদক, মোঃ সেলিম রেজা তালুকদার,  বাদল চন্দ্র রায়, মোঃ হাবিবুল্লাহ, আমিরুল ইসলাম নয়ন,ফয়েজ আহম্মদ, সোহেল রানা, মোঃ নাছির উদ্দিন,আমিনুর রসুল, মোখলেছুর রহমান, মোঃ সোহাগ, কাইসুল আহাত কায়েস, মোঃ এরশাদুল, নুর নাহার রানু, মোঃ হানিফ,মোঃ মোস্তফা ও এডভোকেট জামিল হোসেন সহ আরও অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ