৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চমেক চিকিৎসককে বাসায় ঢুকে কুপিয়ে আহত

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা. তারেক শামসকে তার বাসায় ঢুকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে চমেকে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ সোমবার ভোরে নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, ডা. তারেক শামস নিজ বাসার নিচতলায় শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাসায় স্ত্রী ছিলেন না। তার বাবা-মা দোতলায় ছিলেন। ভোর ৫টার দিকে শয়নকক্ষের দরজায় টোকা শুনে তারেক ঘুম থেকে উঠেন।  দরজা খুলে বেরিয়ে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকার লোকজন এসে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়।[review]

 
এই হামলার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ